সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রাণনাশের আশঙ্কা নরেন্দ্র মোদির

প্রাণনাশের আশঙ্কা নরেন্দ্র মোদির

প্রাণনাশ হতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তিনি এও জানান, মৃত্যু ভয়ে তিনি ভীত নন। সব পরিস্থিতির মোকাবিলা করতে তিনি প্রস্তুত। জীবন্ত পুড়িয়ে মারলেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই তিনি থামাবেন না বলেও ঘোষণা দিয়েছেন। গতকাল এক টুইট বার্তায় তিনি এসব কথা বলেন। টুইটে লেখেন, ‘আমি জানি অনেক শক্তি আমার বিরুদ্ধে নেমে পড়েছে, তারা হয়তো আমাকে বাঁচতে দেবে না। শুধু টুইটারে নয়, গতকাল গোয়ার মোপায় এক অনুষ্ঠানে ভাষণেও মোদি বলেন, তাকে খুন করা হলেও তিনি পিছু হঠবেন না। তার কথায়, ‘কেউ যদি আমাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টাও করে, তা হলেও আমি থামব না।’ দিন কয়েক আগে নরেন্দ্র মোদি দেশটিতে বিদ্যমান ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল ঘোষণা করেন।

এবার টার্গেট বেনামি সম্পত্তি : ভারতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের পর গোটা দেশ সরগরম। এর মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন, দেশ থেকে দুর্নীতি, কালোবাজারি হঠাতে আরও বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে সরকার। এর মধ্যে অন্যতম বেনামি সম্পত্তি দখলে নেওয়া। গোয়ায় অনুষ্ঠানে এই কথা বলেন মোদি।

সর্বশেষ খবর