সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
প্যারিস হামলার একবছর

ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ বাড়ছে

ফ্রান্সে চলমান জরুরি অবস্থার মেয়াদ বাড়ছে। দেশটিতে আসন্ন নির্বাচনের আগে প্রচারণার সময় সন্ত্রাসী হামলার আশঙ্কায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হচ্ছে। প্যারিসে সংঘটিত সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার এক বছরপূর্তি উপলক্ষে গতকাল বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনে প্রচারণার সময় দেশের বিভিন্ন জায়গায় বড় ধরনের জনসমাগম ঘটবে। এ সময় সন্ত্রাসী হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। গণতন্ত্র রক্ষার স্বার্থে চলমান জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়ানো হবে।’ তবে এ মেয়াদ কত দিনের জন্য বাড়ানো হবে সে বিষয়ে তিনি কিছুই জানাননি। গত বছর ১৩ নভেম্বর প্যারিসের বেশ কয়েকটি স্থানে একযোগে হামলা করে  আইএস। বিবিসি।

সর্বশেষ খবর