সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ফার্কের সঙ্গে কলম্বিয়া সরকারের নতুন শান্তি চুক্তি

ফার্ক বিদ্রোহীগোষ্ঠীর সঙ্গে নতুন চুক্তি করেছে কলম্বিয়া সরকার। ছয় সপ্তাহ আগে মূল শান্তিচুক্তি গণভোটে প্রত্যাখ্যাত হওয়ার পর শান্তি প্রতিষ্ঠার প্রয়াস থেকে নতুন চুক্তি হয়েছে দুপক্ষের মধ্যে। কলম্বিয়ার ৫২ বছরের গৃহযুদ্ধের অবসানের জন্য এবার এগিয়ে এসেছেন সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবে। তিনি গণভোটে ‘নো ক্যাম্পেইন’ এর নেতৃত্ব দেন। তার মধ্যস্থতায় নতুন এ চুক্তি হয়েছে। নতুন এ চুক্তি অনুমোদনের জন্য সরাসরি জনগণের ভোটে না দিয়ে পার্লামেন্টে উঠানো হবে। দুপক্ষ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, পরিবর্তনগুলোকে একীভূত করে, স্বচ্ছতা নিশ্চিত করে এবং বিভিন্ন সামাজিক  গোষ্ঠীর অবদানের সমন্বয়ে সংঘর্ষ বন্ধের উদ্দেশ্যে আমরা একটি নতুন চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছি। কিউবার রাজধানী হাভানায় কিউবা ও নরওয়ের কূটনীতিকরা দুপক্ষের যৌথ বিবৃতি পড়ে  শোনান। এ দুটি দেশ ফার্ক ও কলম্বিয়া সরকারের মধ্যে শান্তিচুক্তির মধ্যস্থতা করছে। বিবিসি।

সর্বশেষ খবর