বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মুরসির মৃত্যুদণ্ড বাতিল

মুরসির মৃত্যুদণ্ড বাতিল

মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে দেশটির সর্বোচ্চ আদালত। গতকাল আদালত এই রায় ঘোষণা করেছে। মুসলিম ব্রাদারহুডের এই নেতাকে ২০১১ সালে আরব বসন্তের সময় কারাগার ভেঙে গণহারে কয়েদি বের করার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ২০১৫ সালে মুরসি ও মুসলিম ব্রাদারহুডের ৫ নেতার মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই সাজা বাতিল করে পুনরায় বিচারের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। মুরসিসহ ২০ জন মুসলিম ব্রাদারহুড নেতার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এ ছাড়া ৯৩ জনের অনুপস্থিতিতে বিচার অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, আরব বসন্তের ফলশ্রুতিতে মিসরের স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পরে ২০১২ সালে মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মুরসি। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর