বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্পবিরোধী বিক্ষোভ চলছেই

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে সে দেশে বিক্ষোভ চলছে। দেশটির ক্যালিফোর্নিয়া, মেরিল্যান্ডসহ বিভিন্ন অঙ্গরাজ্যে শত শত শিক্ষার্থী সোমবার ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নিতে ক্লাস বর্জন করে। লস অ্যাঞ্জেলেসে শিক্ষার্থীরা বয়লি হাইটসে অবস্থিত একটি প্লাজা পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করে। এলাকাটিতে হিস্পানিকরা সংখ্যাগরিষ্ঠ। মিছিলের সময় তাদের হাতে বিভিন্ন প্লাকার্ড ছিল। এতে লেখা ছিল : ‘জেগে ওঠো’ এবং ‘ঐক্যবদ্ধ হও’। তাদের হাতে আমেরিকা ও মেক্সিকোর পতাকাও ছিল। মেরিল্যান্ডের সিলভার স্প্রিং ও অরেগনের পোর্টল্যান্ডেও একই ধরনের বিক্ষোভ হয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এক সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভ হচ্ছে। লস অ্যাঞ্জেলেসে বিভিন্ন স্কুলের কর্মকর্তারা ক্লাস বর্জন করে বিক্ষোভে অংশ না নিতে এবং ক্ষোভ প্রকাশের আলাদা উপায় খুঁজে বের করার পরামর্শ দেওয়া সত্ত্বেও সেখানে বিক্ষোভ হয়েছে। এএফপি।

সর্বশেষ খবর