শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সেনা শাসনের দাবিতে ব্রাজিলে বিক্ষোভ

সেনা শাসনের দাবিতে ব্রাজিলে বিক্ষোভ

সেনা শাসনের দাবিতে বিক্ষোভ হয়েছে ব্রাজিলে। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসের ভিতরে বিক্ষোভকারীরা জড়ো হলে তাদের সরিয়ে দেয় পুলিশ। বিবিসি জানিয়েছে, বুধবার পার্লামেন্টের অধিবেশন শুরুর আগে ৪০ জন বিক্ষোভকারী পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে। পরে তারা কাচের দরজা ভেঙে পার্লামেন্ট মঞ্চে প্রবেশ করে। এ সময় তারা সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেয় এবং সেনা শাসনের দাবি জানায়। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর পুলিশ সব বিক্ষোভকারীকে আটক করতে সক্ষম হয়। প্রসঙ্গত, ১৯৬৪ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সেনা শাসনের আওতায় ছিল ব্রাজিল। দিনের শেষে প্রেসিডেন্ট মাইকেল টিমারের মুখপাত্র আলেকজান্দ্রে প্যারোলা এক বিবৃতিতে এ বিক্ষোভকে ‘অপমানজনক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘এর মাধ্যমে গণতন্ত্রে সহাবস্থানের মূল্যবোধের লঙ্ঘন হয়েছে। উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফকে ক্ষমতাচ্যুত করে তার বিরোধীরা। বিবিসি

সর্বশেষ খবর