শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

জনসম্মুখে হিলারি

জনসম্মুখে হিলারি

অবশেষে জনসম্মুখে এলেন হিলারি ক্লিনটন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার পর বুধবার প্রথম জনসম্মুখে দেওয়া প্রথম বক্তৃৃতায় বহু জাতি, ধর্ম, বর্ণের বহুমাত্রিক যুক্তরাষ্ট্রের জন্য নতুন লড়াই শুরু করার ডাক দিয়েছেন হিলারি ক্লিনটন। ৮ নভেম্বরে নির্বাচনে রিপাবালিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন তিনি। ওই নির্বাচনের ফলাফল প্রকাশের পর যুক্তরাষ্ট্রের জাতিগত বিভাজনের রূপ দৃশ্যমান হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ‘চিলড্রেন ডিফেন্স ফান্ড’ এর স্কলারশিপ বিজয়ীদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, ট্রাম্পের বিজয়ের পর যুক্তরাষ্ট্র আর আগের যুক্তরাষ্ট্র আছে কিনা অনেক আমেরিকান তাকে এমন প্রশ্ন করেছেন। তিনি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে যে বিভাজন তৈরি হয়েছে তা গভীর, কিন্তু যখন আমি এ কথা বলি তখন অনুগ্রহ করে আমার কথা শুনুন। আমেরিকা এসব কাটিয়ে উঠবে, আমাদের শিশুরা এসব অগ্রাহ্য করবে। আমাদের দেশের ওপর আস্থা রাখুন, আমাদের মূল্যবোধের জন্য লড়াই করুন এবং কখনো হাল ছাড়বেন না।’ বিবিসি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর