শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাশিয়ার পর ফিলিপাইনও ছাড়ছে আইসিসি

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে জানিয়েছেন, তার দেশ সম্ভবত রাশিয়া পথ অনুসরণ করতে পারে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি  থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে। একই সঙ্গে তিনি মানবাধিকার রক্ষা ও বিভিন্ন  দেশে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধ  ঠেকাতে জাতিসংঘ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন। পেরুতে অনুষ্ঠেয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা পরিষদ বা অ্যাপেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে লিমার উদ্দেশ্যে রওয়ানা  দেওয়ার আগ মুহূর্তে বিমানবন্দরে দুতের্তে সাংবাদিকদের বলেন, আইসিসি এখন অকেজো হয়ে গেছে এবং ফিলিপাইনের মতো ছোট  দেশগুলোর বিরুদ্ধে কেবল সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে। রাশিয়া নিজেকে প্রত্যাহার করে নিয়েছে, আমরাও তাই করতে পারি।

সর্বশেষ খবর