শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

এখনো পেন্টাগনে যোগাযোগ করেনি ট্রাম্পের অন্তর্বর্তী দল

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কমিটির অভ্যন্তরে চরম অস্থিরতা চলছে।  সরকার গঠনের কাজসহ সবই থমকে রয়েছে অভ্যন্তরীণ কোন্দলের কারণে। ট্রাম্পের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে ক্রিস ক্রিস্টিকে সরিয়ে মাইক পেন্সকে দায়িত্ব দেওয়ার পর ট্রাম্প টাওয়ারে শুরু হওয়া নিশ্চয়তা থামেনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আটদিন  পেরিয়ে  গেলেও ক্ষমতা হস্তান্তরে গঠিত ট্রাম্পের অন্তর্বর্তী উপদেষ্টা দল এখনো পেন্টাগনসহ অন্যান্য কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যোগাযোগ করেনি। উপদেষ্টা কমিটির প্রধানের পদ বদল করাতেই এতসব জটিলতা ও বিলম্ব হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে সিএনএন-এর প্রতিবেদনে। বুধবার রাতে সাংবাদিকদেরকে রিপাবলিকান ন্যাশনাল কমিটির মুখপাত্র শন স্পাইসার জানিয়েছেন, গতকাল বিচার বিভাগ ও জাতীয় নিরাপত্তা সংস্থার প্রথম দলগুলোর নাম ঘোষণা করবে ট্রাম্পের অন্তর্বর্তী দল। আর আগামী সপ্তাহে অর্থনৈতিক ও অভ্যন্তরীণ নীতিমালা সংক্রান্ত দলগুলো ঘোষণা করা হবে। তবে তারা কখন ওয়াশিংটনের এজেন্সিতে পৌঁছাবেন তা তখন পর্যন্ত জানানো হয়নি।

সর্বশেষ খবর