শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ব্রেক্সিট নিয়ে নিজ দলেই তোপের মুখে তেরেসা মে!

ব্রেক্সিট ইস্যুতে নিজ দলেই বিদ্রোহের মুখে পড়ছেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। দেশটিতে গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পক্ষে রায় দিয়েছে সে দেশের জনগণ। যে রায়কে বলা হচ্ছে ব্রেক্সিট। এই রায়ের পর দেশটির প্রধানমন্ত্রীও বদল হয়েছে। কিন্তু এখন দেশটির অনেকে চাচ্ছেন না ইইউ থেকে বের হতে। ব্রিটেনকে ব্রেক্সিট কার্যকর করতে হলে এখন দেশটির পার্লামেন্টের হাউজ অব কমন্সে লিসবন চুক্তির ৫০ নম্বর অনুচ্ছেদ পাস করাতে হবে। কিন্তু ভোটাভুটি হলে ক্ষমতাসীন কনজার্ভেটিভ দলের  বেশকিছু এমপি এর বিরুদ্ধে ভোট দেবেন। এমন ইঙ্গিত দিয়েছেন লিবারেল ডেমোক্রেট দলের নেতা টিম ফ্যারন। আর এটি যে পার্লামেন্টে পাস করতেই হবে এমন রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ওই রায়ের পর বেশ বেকায়দায় রয়েছেন প্রধানমন্ত্রী তেরেসা মে। বৃটিশ অনেক গণমাধ্যম বলেছে, ব্রেক্সিট প্রক্রিয়া এর মধ্যদিয়ে অচলাবস্থায় পড়েছে। আদালতের নির্দেশের বিরুদ্ধে সরকার এরই মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করেছে। ৫ ডিসেম্বর এর শুনানি শুরু হবে। সুপ্রিম কোর্টের রায়ের উপর এখন নির্ভর করছে পরবর্তী করণীয়। অর্থাৎ সরকারকে অনুচ্ছেদ ৫০ সক্রিয় করা নিয়ে পার্লামেন্টে  ভোটে দিতে হবে। যদি তা-ই হয় তাহলে তার নিজের দলের ভিতরের অনেক এমপি এর বিরুদ্ধে ভোট দেবেন।

সর্বশেষ খবর