শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

অন্য খবর

অন্য খবর

সবচেয়ে মোটা মানুষ

মেক্সিকোয় বিশ্বের সবচেয়ে স্থূল ব্যক্তি ওজন কমানোর চিকিৎসা নিচ্ছেন। বুধবার স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। স্থূল লোকটির নাম জুয়ান পেদ্রো ফ্রাঙ্কো (৩২)। তার ওজন ৫০০ কেজি। তিনি মধ্য মেক্সিকোর অগাসক্যালিয়েন্টেস শহরের বাসিন্দা। মঙ্গলবার রাতে বিশেষ একটি ভ্যানে করে তাকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। শল্য চিকিৎসক জোস অ্যান্টনিও ক্যাসটানেডা ক্রুজ বলেন, ‘আজ পর্যন্ত পৃথিবীতে এতো বেশি ওজনের কোনো  রোগী পাওয়া যায়নি।’ ফ্রাঙ্কো স্থূলতা রোগ, ডায়াবেটিস ও হাইপোথারয়েডিজমে ভুগছেন। ক্যাসটানেডা সাংবাদিকদের বলেন, অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করতে আগামী ছয় মাসের মধ্যে ফ্রাঙ্কোর ওজন কিছুটা কমানোর পরিকল্পনা তাদের রয়েছে।

সমকামীদের কারণেই...

সম্প্রতি ৭ দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। এমনকি পরে সুনামিও আঘাত হানে। আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশটির ক্রাইস্টচার্চ  থেকে ৯৫ কিলোমিটার দূরের ‘সাউথ আইল্যান্ড’। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি সেখানে মারা যান অন্তত দুজন। এ ঘটনার আগে নিউজিল্যান্ডের মৌলবাদী ডেস্টিনি চার্চের প্রধান ব্রিয়ান টামাকি তার ভাষণে বলেছিলেন, ‘মানুষের অপরাধ’ যার মধ্যে সমকামিতা এবং সমলিঙ্গে বিবাহ রয়েছে, ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দায়ী। এরপরেই তিনি বলেন, ‘পৃথিবীও কথা বলতে পারে। একগুঁয়ে এবং অজ্ঞ মানুষদের জন্য প্রকৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর