শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্পকে দায়িত্ববান হওয়ার পরামর্শ ওবামার

ট্রাম্পকে দায়িত্ববান হওয়ার পরামর্শ ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প কেমন হবেন তা নিয়ে ‘সতর্ক আশাবাদ’ জানালেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার মতে, প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন টিকে থাকতে হলে ট্রাম্পকে দায়িত্ববান হতে হবে। আর এ দায়িত্ব বা ভূমিকাই তাকে ‘যোগ্য’ প্রেসিডেন্ট প্রমাণ করতে পারে। বৃহস্পতিবার বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন ওবামা। ট্রাম্পের ব্যাপারে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার উত্তরসূরিকে নিয়ে যে বিষয়টি আমাকে সতর্ক আশাবাদী করে তোলে তাহলে নির্বাচনী প্রচারণা থেকে সরকার পরিচালনার দায়িত্বে ভিন্নতা। সরকার পরিচালনার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। কিছু বিশেষ দাবি-দাওয়া থাকে যেগুলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের। সেগুলোর দিকেও নজর দিতে হয়। এ ক্ষেত্রে প্রেসিডেন্টকে দায়িত্ববান হতে হয়। আপনি যদি দায়িত্ববান না হন তবে সেখানে দীর্ঘদিন টিকে থাকা যায় না, বিভিন্ন সমস্যা তৈরি হয়।’ দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্যও পরামর্শ দিয়েছেন ওবামা। তার মতে, যারা ভোট দেননি তাদেরও আস্থা অর্জন করতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রেও ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে ‘প্রকৃত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি’ না দেখিয়ে মার্কিন মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার জন্য ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন তিনি। ওবামা বলেন, তিনি আশা করছেন, ট্রাম্প রাশিয়ার সঙ্গে একটি গঠনমূলক সম্পর্ক চাইবেন, যেখানে স্বার্থকে প্রাধান্য দিয়ে মূল্যবোধকে উপেক্ষা করা হবে না। তিনি বলেন, ‘আমি রাশিয়ার সঙ্গে গঠনমূলক সম্পর্ক চেয়েছি কিন্তু আমিও বাস্তবিকভাবে মেনে নিয়েছিলাম যে, বিশ্বের এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে রাশিয়ার দৃষ্টিভঙ্গি ও আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে গুরুত্বপূর্ণ ব্যবধান রয়েছে।’ আল জাজিরা।

সর্বশেষ খবর