শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ৪০

ইরাকের আমিরিয়াত আল ফাল্লুজাতে এক পুলিশ কর্মকর্তার বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৬০ জন। পুলিশ সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা। বৃহস্পতিবার ফাল্লুজা থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে এ ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের দাবি, ইসলামিক স্টেটের জঙ্গিরা (আইএস) এই হামলার জন্য দায়ী। জানা যায়, আমিরিয়াত আল ফাল্লুজা সরকার সমর্থিত সুন্নি উপজাতিদের এলাকা। এখানে গত দুই বছরেরও বেশি সময় ধরে আইএসের বিরুদ্ধে লড়াই করেছে ওই সুন্নি উপজাতি। গত জুনে তারা আইএস ওই এলাকা ছাড়া করে। ইরাকে বর্তমানে আইএসের  একমাত্র শক্ত ঘাঁটি মসুল। দেশটির সরকারি বাহিনী ও কুর্দি পেশ মারগা সেনারা মসুল পুনর্দখলে ইতিমধ্যে অভিযান চালাচ্ছে। মসুলের বেশ কিছু এলাকা উদ্ধারও সম্ভব হয়েছে।

সর্বশেষ খবর