শিরোনাম
শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মসুলের কাছে আরও গণকবরের সন্ধান

ইরাকের মসুল শহরের কাছে ৭ নভেম্বর একটি গণকবর পাওয়া যায়,  যেখানে শিরশ্ছেদ করা ১০০টি লাশ ছিল। আবারও একই শহরের কাছে আরও দুটি গণকবরের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে  দেশটির নিরাপত্তা বাহিনী। দুটি গণকবরে প্রায় ২৫০টি মৃতদেহ রয়েছে। উল্লেখ্য, প্রায় দুই বছর ধরে আইএসের দখলে থাকা মসুল শহরকে মুক্ত করতে গত ৩ নভেম্বর থেকে সেখানে অভিযানে নামে ইরাকি সেনাবাহিনী। ইরাকের কেন্দ্রীয় পুলিশ কমান্ডার ফারিস রাদি আব্বাস জানিয়েছেন, গণকবর দুটি হাম্মাম আল আলী শহরের কাছে পাওয়া  গেছে এবং এগুলো জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তৈরি করেছে। প্রিয়জনের মৃতদেহ যেন উদ্ধার করতে না পারে সে জন্য আইএস গণকবরের পাশে বোমা পুঁতে রেখেছিল। পুলিশ কর্মকর্তা আব্বাস বলেন, আমরা ধারণা করছি এই গণকবরের মধ্যে ২০০টিরও বেশি মৃতদেহ আছে। এএফপি।

সর্বশেষ খবর