রবিবার, ২০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রতারণা মামলা থেকে রক্ষা পেতে রফা করছেন ট্রাম্প

বাদীপক্ষকে দিতে হচ্ছে আড়াই কোটি ডলার

প্রতারণা মামলা থেকে রক্ষা পেতে রফা করছেন ট্রাম্প

আড়াই কোটি ডলারে ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে করা তিনটি প্রতারণা মামলাা নিষ্পত্তি করতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ঢোকার প্রস্তুতির সময় আইনি জটিলতা এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুক্রবার নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান এ নিষ্পত্তির কথা ঘোষণা করেছেন বলে জানিয়েছে গণমাধ্যম । বিবিসি জানিয়েছে, স্থাবর সম্পত্তি ব্যবসায় সাফল্যের ‘গোপন কৌশল নিজের ‘বাছাইকৃত’ প্রশিক্ষক দিয়ে শিখানোর প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ হাজার ডলার করে নিয়েছিলেন ট্রাম্প, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করায় সাবেক ছাত্ররা তার বিরুদ্ধে মামলা করে। এর আগে আদালতের বাইরে এসব মামলা নিষ্পত্তি করবেন না বলে বারবার জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত তা করায় একে ট্রাম্পের ‘চমকপ্রদ পরিবর্তন’ এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ‘বড় ধরনের বিজয়’ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল স্নাইডারম্যান। নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে বলা হয়, ট্রাম্প বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে এবং তাদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে। এসব মামলার একটির শুনানি ২৮ নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোতে শুরু হওয়ার কথা ছিল, তবে ট্রাম্পের আইনজীবীরা শুনানি পেছানোর চেষ্টা করছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে ট্রাম্প দাবি করেছিলেন, ক্যালিফোর্নিয়ার যে বিচারক মামলাটির শুনানি করছেন তিনি মেক্সিকান বংশোদ্ভূত হওয়ায় মামলা পরিচালনায় নিরপেক্ষ থাকতে পারবেন না। তখন এ মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প। নিউইয়র্কের পুরনো বাসিন্দা রবার্ট গিউলো বলেন, নিজের ও তার ছেলের প্রশিক্ষণের পেছনে তিনি ৪০ হাজার ডলারের কাছাকাছি ব্যয় করতেন। এ প্রশিক্ষণ কর্মসূচিটি ছিল একেবারে ফালতু। গিউলো বলেন, তিনি এ কর্মসূচি থেকে কিছুই শেখেননি। তাকে একেবারে বোকা বানানো হয়েছে। ট্রাম্পের পক্ষের অ্যাটর্নি ড্যানিয়েল পেট্রনেসেলি সানদিয়েগোতে সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত ভাবনা থেকে তিনি মামলার বিষয়টি মীমাংসা করেছেন। মামলা থেকে ট্রাম্প মুক্ত হতে চেয়েছেন। এটি সবার বিজয় বলে তিনি মনে করেন।

সর্বশেষ খবর