রবিবার, ২০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইয়েমেনে সৌদি জোটের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি

ইয়েমেনে সৌদি জোটের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি

ইয়েমেনে বর্তমান সরকারের সমর্থনে থাকা সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে। গতকাল স্থানীয় সময় দুপুর ১২টা থেকে ?যুদ্ধবিরতি শুরু হয়েছে। যুদ্ধের কারণে ইয়েমেনের লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটিতে মানবিক সংকট এখন বিপর্যয়ে রূপ নিয়েছে। ২০১৪ সালে সৌদি আরব ও পশ্চিমা শক্তিগুলোর সমর্থিত  প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাকে ক্ষমতায় পুনর্বহাল করতে গত বছরের মার্চ থেকে হুতি বিদ্রোহী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর অনুগত  সেনাদের বিরুদ্ধে লড়াই শুরু করে সৌদি জোট। এই লড়াইয়ে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে দেশটির বিভিন্ন এলাকায় প্রায় দুর্ভিক্ষাবস্থা সৃষ্টি হয়েছে। অনাহারী মানুষের মাঝে বিভিন্ন রোগের প্রকোপও ছড়িয়ে পড়েছে। বিবিসি।

সর্বশেষ খবর