রবিবার, ২০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নিজের শরীরে আগুন দেয় অভিবাসন প্রত্যাশী

মিয়ানমারের এক অভিবাসন প্রত্যাশী শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন নগরীর একটি ব্যাংকে নিজের শরীরে আগুন ধরিয়ে  দেয়। এতে ব্যাংকে আগুন ছড়িয়ে পড়ে। ২১ বছর বয়সী ওই ব্যক্তিকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা কর্মীদের পাহারায় তার চিকিৎসা চলছে। ওই ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছে। ৩ বছর আগে নৌকায় চড়ে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় পৌঁছলে তাকে আটক করা হয়। পরে আটককেন্দ্র থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। বুধবার ওই লোক ব্যাঙ্কে কল্যাণ ভাতা তুলতে যায়। গিয়ে দেখে তার অ্যাকাউন্টে ভাতা জমা হয়নি। লোকটি তার বন্ধুদের কাছে নূর হিসেবে পরিচিত। সে মেলবোর্নের উপকণ্ঠ স্প্রিংভ্যালির কমনওয়েলথ ব্যাংকে গ্যাসোলিনের সাহায্যে নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তার আশপাশে থাকা ৫ জন পুড়ে যায় ও  ধোঁয়ার কারণে আরও ২১ জনের শ্বাসকষ্ট দেখা দেয়। এএফপি।

সর্বশেষ খবর