রবিবার, ২০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মালয়েশিয়ায় নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

মালয়েশিয়ায় নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে কুয়ালালামপুরে গতকাল হলুদ জামা পরে হাজারো মানুষ বিক্ষোভ করেন —এএফপি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সরকারবিরোধী বিক্ষোভ সমাবেশে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবি করেছেন। গতকালের এ সমাবেশে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠা কয়েক বিলিয়ন ডলার তহবিল আত্মসাৎ কেলেঙ্কারির কারণে তার পদত্যাগ দাবি করেন। সমাবেশের আগে বিরোধীদলীয় নেতা ও সরকারবিরোধী আন্দোলনকারীদের গ্রেফতার করে সমাবেশ ঠেকানোর চেষ্টা করে সরকার। কিন্তু গ্রেফতারের ভয় উপেক্ষা করে হলুদ জামা পরা হাজার হাজার প্রতিবাদকারী বিভিন্ন এলাকা থেকে রাজধানীর কেন্দ্রস্থলে জড়ো হয়। এ সময় রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিক্ষোভকারীরা ড্রাম ও ভুভুজেলা নিয়ে মিছিল করে সমাবেশে যোগ দেন। পরিচ্ছন্ন মালয়েশিয়া ও জনগণের ক্ষমতায়নের পক্ষে স্লোগান  তোলেন সমাবেশে আগত প্রতিবাদকারীরা। তার বিরুদ্ধে প্রতিবাদ চলা সত্ত্বেও প্রধানমন্ত্রী নাজিব কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন। বিরুদ্ধবাদীদের ওপর দমনপীড়ন চালিয়ে ক্ষমতা সংহত করার চেষ্টা করছেন তিনি। গণতন্ত্রপন্থি বেরসিহ গোষ্ঠী সমাবেশটির আয়োজন করেছিল। সমাবেশের আগের দিন শুক্রবার গোষ্ঠীটির প্রধানকে গ্রেফতার করা হয়। বেরসিহর এই সমাবেশকে অবৈধ বলে দাবি করেছে পুলিশ। বিবিসি।

সর্বশেষ খবর