রবিবার, ২০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভারতের ছয় রাজ্যে উপনির্বাচন সম্পন্ন

কলকাতা প্রতিনিধি

ভারতের ছয়টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত রাজ্যের ৪টি লোকসভা কেন্দ্র ও ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন শান্তিতেই শেষ হলো। লোকসভা কেন্দ্রগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের ২টি এবং আসাম ও মধ্যপ্রদেশের ১টি করে কেন্দ্রে ভোট হয়। পাশাপাশি তামিলনাড়ুর ৩টি,  ত্রিপুরার ২টি, আসাম, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ এবং অরুণাচল প্রদেশ ও কেন্দ্রশাসিত রাজ্য পেণ্ডিচেরির ১টি করে কেন্দ্রে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

গতকাল সকাল ৭টা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়।

এবারের এই নির্বাচনের প্রধান ইস্যুই ছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত। বিরোধী দলগুলো এই ইস্যুকে প্রচারণার হাতিয়ার করলেও বিজেপিও তাদের সিদ্ধান্তের পক্ষে জোরালো সওয়াল করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জিকে প্রচারণায় নামতে দেখা যায়নি, বরং নোট বাতিল সিদ্ধান্তের বিরোধিতায় প্রতিবাদ জানাতে দিল্লিতে বেশি ব্যস্ত ছিলেন মমতা।

পশ্চিমবঙ্গে তিনটি আসনের মধ্যে কোচবিহার ও তমলুক লোকসভা এবং মন্তেশ্বর বিধানসভায় ভোট নেওয়া হয়। বিজেপির তরফে মন্তেশ্বর থেকে তাদের নির্বাচনী এজেন্টকে অপহরণ করার অভিযোগ তোলা হলেও শাসক দল তৃণমূল তা অস্বীকার করে।

প্রতিটি কেন্দ্রেই ভোট গণনা আগামী ২২ নভেম্বর। ওইদিন সকাল ৮টা থেকে গণনা শুরু হবে।

সর্বশেষ খবর