সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কট্টর সমালোচক রমনির সঙ্গে বৈঠক ট্রাম্পের

হতে পারেন পররাষ্ট্রন্ত্রী

কট্টর সমালোচক রমনির সঙ্গে বৈঠক ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কড়া সমালোচক মিট রমনির সঙ্গে বৈঠক করেছেন। গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।  ট্রাম্প তার হবু প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর পদে রমনিকে বিবেচনা করছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।

ট্রাম্প ও রমনির মধ্যে শনিবার প্রায় ৮০ মিনিট ধরে বৈঠক হয়। বৈঠকের বিষয়ে দুজনের কেউই বিস্তারিত তথ্য জানাননি। বৈঠক শেষে ট্রাম্প বলেছেন, রমনির সঙ্গে তার ‘চমৎকার’ আলোচনা হয়েছে। রমনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক হুমকির বিষয়ে ট্রাম্পের সঙ্গে তার ব্যাপক আলোচনা হয়েছে। ট্রাম্পের মন্ত্রিসভায় কোনো পদ গ্রহণ করবেন কি না, এমন প্রশ্নে কোনো জবাব দেননি রমনি। নির্বাচনী প্রচারাভিযানকালে ট্রাম্প ও রমনির মধ্যে তুমুল বাগ্যুদ্ধ হয়। ট্রাম্পকে ‘প্রতারক’ বলে গাল দিয়েছিলেন ২০১২ সালের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী রমনি। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন বলেও মন্তব্য করেন তিনি। পাল্টা জবাবে রমনিকেও তুলাধোনা করেন ট্রাম্প। ২০১২ সালের নির্বাচনে রমনির হেরে যাওয়ার প্রসঙ্গ টেনে তাকে খোঁচা মারেন তিনি। ট্রাম্প ইতিমধ্যে তার হবু প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নিয়োগের ঘোষণা দিয়েছেন। তাদের মধ্যে বিতর্কিত ব্যক্তিরা রয়েছেন। প্রশাসন সাজাতে ট্রাম্প সম্ভাব্য ব্যক্তিদের সঙ্গে আরও বৈঠক করবেন বলে জানা  গেছে। বিবিসি।

সর্বশেষ খবর