মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্পে আস্থাহীন ওবামা!

ট্রাম্পে আস্থাহীন ওবামা!

লিমায় অ্যাপেক সম্মেলনে কথা বলেন বারাক ওবামা

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পেরুতে শেষ বিদেশ সফর করছেন বারাক ওবামা। সেখানে তিনি তার প্রেসিডেন্ট পরবর্তী অবসর জীবন এবং ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব পালন নিয়ে খোলামেলা কথা বলেছেন। সেখানেই তিনি ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পের ওপর এখনো আস্থা তৈরি হয়নি।

তিনি বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে ডোনাল্ড ট্রাম্প যদি মার্কিন মূল্যবোধের পক্ষে হুমকি তৈরি করার মতো কিছু করে তাহলে তিনি বসে থাকবেন না। মার্কিন নাগরিক হিসেবে তিনি তার সমালোচনা করবেন এবং ভুল শোধরাতে পরামর্শ দেবেন। যুক্তরাষ্ট্রের প্রচলিত ধারা অনুযায়ী, সাবেক প্রেসিডেন্টরা রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে চলে যান এবং উত্তরাধিকারীদের বিষয়ে মন্তব্য করা এড়িয়ে চলেন। রবিবার পেরুর রাজধানী লিমায় এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, তিনি ট্রাম্পকে সহযোগিতা করতে চান এবং তার দৃষ্টিভঙ্গির রূপরেখা ঠিক করার জন্য সময় দিতে চান। তবে একজন মার্কিন নাগরিক হিসেবে কোনো কোনো ঘটনায় ব্যক্তিগতভাবে নিজের মতামত হয়ত প্রকাশ করবেন ওবামা। ‘কোনো ইস্যুতে যদি মার্কিন মূল্যবোধ ও আদর্শ নিয়ে প্রশ্ন উঠে এবং ওই আদর্শ রক্ষায় আমার ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করি, তাহলে তখন তা বিবেচনা করে দেখব।’ লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশনের (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের  শেষ দিনে সংবাদ সম্মেলনে এসব বিষয়ে কথা বলেন ওবামা। এছাড়া ক্ষমতা ছেড়ে দেওয়ার পর ওবামা কীভাবে সময় কাটাবেন তারও একটি ধারণা দিয়েছেন। প্রথমে তিনি অবকাশ যাপনে যাবেন। সঙ্গে থাকবেন স্ত্রী, ফার্স্টলেডি মিশেল ওবামা। কিছুটা বিশ্রামে কাটাবেন। সময় দেবেন দুই মেয়ে শাসা ও মালিয়াকে। অবসরে করবেন লেখালেখি। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর