মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্পকে বাগাতে রানীকে কাজে লাগাতে চায় তেরেসা মে সরকার

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক চাইছে যুক্তরাজ্যের তেরেসা মে সরকার। আর এ জন্য তারা তাদের রানীকে ব্যবহার করতে চাইছে। কারণ কিছুদিন আগে ট্রাম্প জানিয়েছিলেন, রানী দ্বিতীয় এলিজাবেদের ব্যাপারে তার দুর্বলতা আছে। তাকে তিনি শ্রদ্ধা করেন। মূলত ট্রাম্পের এ বিষয়টিকে কাজে লাগাতে চাইছে ব্রিটিশ সরকার। সানডে টাইমসের এক প্রতিবেদনে খবরে বলা হয়েছে, ট্রাম্পের নৈকট্য পেতে রানীকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে তেরেসা মের সরকার। আসছে বছরের জুন অথবা জুলাই মাসে রানীর আমন্ত্রণ পেতে পারেন ট্রাম্প। উল্লেখ্য, ব্রেক্সিট বিষয়ে বিশ্বের সব সরকারই ব্রিটেনকে ইইউ থেকে বের না হওয়ার পরামর্শ দেয়। এমনকি বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ব্রেক্সিটের বিরোধিতা করেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিলেতিদের ইইউ থেকে বের হওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানান। আর ব্রেক্সিট প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দিন দিন যুক্তরাজ্যের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটছে। এ অবস্থায় মার্কিন প্রশাসনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে ব্রিটেন।

সর্বশেষ খবর