বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আটকেপড়া সিরীয়দের মাঝে ত্রাণ সরবরাহ শুরু

জর্ডান সীমান্তে আটকেপড়া প্রায় ৮৫ হাজার সিরীয় শরণার্থীর মাঝে ত্রাণ বিতরণ শুরুর ঘোষণা দিয়েছে জাতিসংঘ। গত কয়েক মাসের মধ্যে ত্রাণ সরবরাহের এটাই প্রথম ঘটনা।

জাতিসংঘ বলেছে, ত্রাণ সামগ্রীর মধ্যে খাবার, শীতের কাপড়, কম্বল ও স্বাস্থ্যসম্মত বিভিন্ন সমাগ্রী রয়েছে। জর্ডান সীমান্তে দুটি অস্থায়ী শিবিরে শোচনীয় পরিস্থিতির মধ্যে সিরিয়ার শরণার্থীরা বসবাস করছেন। শরণার্থীদের  বেশিরভাগই নারী ও শিশু। গত জুনে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বোমা হামলায় জর্ডানের সাত সৈন্য নিহত হওয়ার পর দেশটি সীমান্ত বন্ধ করে দেয়। এরপর আগস্টে মাত্র একবার রাকবান ও হাদালাত শিবিরে বসবাসকারী শরণার্থীদের মধ্যে ক্রেনের সাহায্যে ত্রাণ সরবরাহ করা হয়। বিবিসি।

সর্বশেষ খবর