শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

জাতীয় ঐক্যের ডাক ট্রাম্পের

জাতীয় ঐক্যের ডাক ট্রাম্পের

পারস্পরিক বিভেদ ভুলে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘থ্যাঙ্কসগিভিং ডে’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। নির্বাচনী প্রচারণার সময়কার তিক্ততার রেশ এখনো আছে উল্লেখ করে ট্রাম্প বলেন, উত্তেজনা রাতারাতি প্রশমন হবে না। তবে আমাদের মধ্যকার বিভাজন দূর করার সময় এসেছে।

আমাদের সামনে একযোগে ইতিহাস গড়ার সুযোগ আছে। ওয়াশিংটনে সত্যিকারের পরিবর্তন আনতে, শহরগুলোকে প্রকৃতই নিরাপত্তা দিতে এবং বিভিন্ন সম্প্রদায়ের সত্যিকারের সমৃদ্ধির জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এর আগে আসন্ন মন্ত্রিসভায় এক ভারতীয়সহ নিজের কঠোর সমালোচক দুই নারীকে নিয়োগ দেন ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি তার বিরোধীদের সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা নিচ্ছেন বলেই মনে করা হচ্ছে। আসছে বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। আর তার আগেই ক্ষমতা হস্তান্তর ও সরকার গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রশাসনের কর্মকর্তাদের মনোনীত করছেন তিনি। দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নাগরিকদের একে অপরের সঙ্গে বন্ধন এবং আস্থা সম্পর্ক ফিরিয়ে আনতে হবে। কারণ, আমেরিকা একবার একতাবদ্ধ হয়ে গেলে কোনোকিছুই আর ধরাছোঁয়ার বাইরে থাকবে না। চলুন, আমরা আমাদের যা কিছুই আছে তার সবকিছুর জন্য ধন্যবাদ জানাই এবং সামনে উদ্দীপনাময় যে নতুন দিন অপেক্ষা করছে তার মুখোমুখি হই সাহসের সঙ্গে। যুক্তরাষ্ট্রে শত শত বছর ধরে থ্যাঙ্কসগিভিং ডে উদযাপনের  রেওয়াজ চলে আসছে। ছুটির এ দিনটিতে যুক্তরাষ্ট্র জুড়ে উৎসব চলে। মানুষজন দিনটি তাদের প্রিয়জনের সান্নিধ্যে কাটান এবং ঐতিহ্যবাহী টার্কি ভোজে অংশ নেন। বিবিসি।

সর্বশেষ খবর