শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

৫৪ বছরে প্রথম

জাপানের রাজধানী টোকিওতে ‘বিরল’ তুষারপাতের ঘটনা ঘটেছে। গত ৫৪ বছরের মধ্যে এই প্রথম নভেম্বরে তুষারপাত হয়েছে। অথচ বছরের এই সময়ে শহরটিতে তাপমাত্রা সাধারণত ১০ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার কথা। অসময়ে তুষারপাতের এ ঘটনায় টোকিওবাসীর অনেকেই বিস্মিত। দেশটির সরকারি বার্তা সংস্থা কিয়োডো তাদের এক প্রতিবেদনে একথা জানায়। শহরটিতে নভেম্বর মাসের প্রথম তুষারপাত ‘হাতসুয়ুকি’ নামে পরিচিত। এ ঘটনা প্রতি বছর সাধারণত ডিসেম্বরের শেষ দিক বা জানুয়ারির প্রথম দিকে ঘটে থাকে। অথচ এবার ৪০ দিন আগেই ঘটেছে। টেকিওবাসী এর আগে সর্বশেষ  ১৯৬২ সালে ‘হাতসুয়ুকি’র অভিজ্ঞতা পেয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর