শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাশিয়ার সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির উদ্যোগ ১৫ দেশের

মস্কোর সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণে নতুন করে চুক্তি করেছে জার্মানি। জার্মানির এই নতুন চুক্তির উদ্যোগের সঙ্গে যোগ হয়েছে ইউরোপের আরও ১৫টি দেশ। তারা বলছেন, ক্রিমিয়া ও পূর্ব ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর সশস্ত্র অভিযান প্রতিরোধে আরও বেশি আলোচনা দরকার। এই দেশগুলো হলো ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া,  বেলজিয়াম, সুইজারল্যান্ড, চেক রিপাবলিক, স্পেন, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, রোমানিয়া, সুইডেন, স্লোভাকিয়া, বুলগেরিয়া ও পর্তুগাল। দেশগুলো ইউরোপের অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড  কোঅপারেশনের (ওএসসিই) সদস্য।

জার্মান একটি গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জার্মানির হামবুর্গে ৮ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ওএসসিইর মন্ত্রী পর্যায়ের সম্মেলনেও এ দেশগুলোর প্রতিনিধিরা তারা এ বিষয়ে বৈঠক করবেন। রাশিয়ার সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণের চুক্তি বিষয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী  স্টেইনমেয়ার ডিয়ে ওয়েল্ট সংবাদপত্রে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ইউরোপের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক করাটা এখন যতই কঠিন  হোক না কেন, আমাদের আরও বেশি সংলাপে বসতে হবে, কম নয়।’

সর্বশেষ খবর