রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাকিস্তানে নতুন সেনাপ্রধান

প্রতিদিন ডেস্ক

পাকিস্তানে নতুন সেনাপ্রধান

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়াকে পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে বেছে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গতকাল পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক ডন এই খবর নিশ্চিত করেছে। বালোচ রেজিমেন্টের এই ক্যারিয়ার ইনফ্যান্ট্রি অফিসারকে চিফ অব আর্মি স্টাফ নির্বাচন করার পাশাপাশি সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল জুবায়ের হায়াতকে বেছে নেওয়া হয়েছে। এই দুই সামরিক কর্মকর্তাকে চার তারকা জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হবে। আগামীকাল বর্তমান সেনাপ্রধান রাহিল শরিফের মেয়াদ শেষ হওয়ার পরে মঙ্গলবার থেকে এই দুজন দায়িত্ব পালন শুরু করবেন। সেনাপ্রধান হওয়ার আগে জেনারেল কামার জাভেদ বাজওয়া পাকিস্তান সেনাবাহিনীর সবচেয়ে বড় ১০ কোরের কমান্ডার ছিলেন।

সর্বশেষ খবর