মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ফিদেলকে শ্রদ্ধা জানাতে রেভ্যুলুশন স্কয়ারে জড়ো হচ্ছেন কিউবানরা

ফিদেলকে শ্রদ্ধা জানাতে রেভ্যুলুশন স্কয়ারে জড়ো হচ্ছেন কিউবানরা

বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুকে এখনো মেনে নিতে পারেনি কিউবানরা। তার মৃত্যুতে ৯ দিনের শোক পালন করেছে দেশটি। ফিদেলের মৃত্যুতে কতটা আঘাত পেয়েছেন কিউবানরা তা বোঝা যায় দেশটির বর্তমান পরিবেশে। রাস্তাঘাট সুনসান। মদের বার বন্ধ। হৈ হুল্লড় নেই কোনোখানে। এ অবস্থায় গতকাল থেকে হাভানায় রেভ্যুলুশন স্কয়ারে সমবেত হওয়া শুরু করছে আপামর জনতা। দুদিনের জন্য সেখানে দেশবাসীকে সমবেত হতে আহ্বান জানিয়েছে সরকার। স্থানীয় সময় গত শুক্রবার ৯০ বছর বয়সে মারা যান বিপ্লবী ফিদেল কাস্ত্রো। এরপর শনিবার তার দেহ দাহ করা হয়। সেই দেহভষ্ম এখন দেশজুড়ে ভ্রমণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আর দেহভষ্ম চূড়ান্তভাবে সমাহিত করা হবে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে সান্তিয়াগো ডি কিউবায়। এই শহরেই তিনি তার বিপ্লবের সূচনা করেছিলেন। স্থানীয় সময় গতকাল সকাল ৯টায় সেখানে স্মরণ অনুষ্ঠান শুরু হয়েছে যা আজ রাতে শেষ হওয়ার কথা। রেভ্যুলুশন স্কয়ারে যেখানে ফিদেল কাস্ত্রোর প্রতি শ্রদ্ধা জানানো হবে তার কাছেই কিউবার জাতীয় বীর হোসে মারতির মূর্তি। শোক ও শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো, সরকারি কর্মকর্তারা, কমিউনিস্ট পার্টি ও সামরিক নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন কাস্ত্রোর প্রতি। এরপর শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ। আজ রাতে বিদেশি নেতাদের কাস্ত্রোর প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। এখানকার অনুষ্ঠান থেকে একটি শবযাত্রার মাধ্যমে কাস্ত্রোর দেহভষ্ম দেশটির পূর্ব দিকে নিয়ে যাওয়া হবে। এরপর সান্তিয়াগো ডি কিউবায় সমাহিত করা হবে।

ফিদেল স্মরণে নীরবতা পালন প্রিন্স হ্যারির : ফিদেল কাস্ত্রোর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছেন যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি। কাস্ত্রোর মৃত্যুর পরদিন গত শনিবার ১৫ দিনের সফরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্টে পৌঁছেন হ্যারি। সেখানে তাকে বিশিষ্টজনদের পক্ষ  থেকে অভ্যর্থনা জানানোর সময় ফিদেলের স্মরণে এ নীরবতা পালন করেন ব্রিটিশ রাজপরিবারের এ সদস্য। তবে কাস্ত্রোকে প্রিন্স হ্যারির সম্মান প্রদর্শনকে ভালো চোখে দেখছেন না অনেক ব্রিটিশ। দ্য গার্ডিয়ান।

সর্বশেষ খবর