মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাজওয়ার দক্ষতাই নেওয়াজের আস্থা

বাজওয়ার দক্ষতাই নেওয়াজের আস্থা

পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর পদে বসতে যাচ্ছেন কামার জাভেদ বাজওয়া। অন্য সব লেফটেন্যান্ট জেনারেলদের পিছনে ফেলে পাকিস্তান সেনাবাহিনীর চার তারকা পদে তিনি। তার সমসাময়িক অনেককে টপকে পাকিস্তানের চিফ অব আর্মি স্টাফ পদ পাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ চেয়েছেন বলেই এমনটা হয়েছে বলে জানাচ্ছেন পাকিস্তানের শাসক দলের নেতারা। পাক সংবাদপত্র ‘দ্য নিউজ’ লিখেছে, ‘জেনারেল বাজওয়ার কর্মজীবনের ওপর ভালো করে নজর দিলেই স্পষ্ট বোঝা যাচ্ছে, গণতন্ত্রের প্রতি তার দায়বদ্ধতাই তাকে পাকিস্তানের সেনাবাহিনীর সর্বোচ্চ পদটি এনে দিল।’ দৈনিকটির ব্যাখ্যা, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এমন একজনকে সেনাপ্রধান পদে বসাতে চাইছিলেন, যিনি একদিকে যেমন অভিজ্ঞ সমর বিশেষজ্ঞ হবেন,  তেমনই হবেন পাকিস্তানে গণতান্ত্রিক ব্যবস্থার কট্টর সমর্থক। সেই সঙ্গে যিনি সামরিক দক্ষতার পাশাপাশি ইসলামিক দেশটিতে গণতন্ত্রের সমর্থক ও এটি সুসংহত করতে ভূমিকা রাখবেন। জেনারেল বাজওয়া সব মাপকাঠিতেই উতরে গিয়েছেন বলে গণমাধ্যমের মত। সংবাদমাধ্যম বাজওয়ার সেনাপ্রধানের দায়িত্ব পাওয়ার পেছনে সামরিক দক্ষতার পাশাপাশি তার কূটনৈতিক সামর্থ্যকেও বড় করে দেখিয়েছে। নতুন সেনাপ্রধান রসিক, বুদ্ধিমান, সহজবোধ্য ও  সেনাদের সঙ্গে ভালো যোগাযোগ রক্ষা করতে সক্ষম বলেও মন্তব্য করেছে  দেশটির গণমাধ্যম। জেনারেল বাজওয়ার উপরোক্ত পরিচয়ই প্রধানমন্ত্রীকে তার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে বলে মন্তব্য ডন অনলাইনের। আজ দায়িত্ব নিবেন জেনারেল বাজওয়া।

সর্বশেষ খবর