মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নোট বাতিলের প্রতিবাদে ভারতে ধর্মঘট পালিত

কলকাতা প্রতিনিধি

ভারতে ৫০০ এবং ১০০০ রুপির নোট নিষিদ্ধ করার প্রতিবাদে দেশটির বিরোধী দলগুলো গতকাল ধর্মঘট কর্মসূচি পালন করেছে। বিরোধী দলগুলোর অভিযোগ, যেভাবে নোট নিষিদ্ধ করা হয়েছে এবং পুরো বিষয়টি সরকার যেভাবে পরিচালনা করেছে তাতে ব্যাপক অব্যবস্থাপনা হয়েছে। গত সপ্তাহে বিরোধীদলগুলো সংসদে বলেছিল, এ অব্যবস্থাপনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা চাওয়া উচিত। এদিকে দক্ষিণাঞ্চলীয় শহর ব্যাঙ্গালোরে প্রধান বিরোধী দল কংগ্রেসের ডাকে বিক্ষোভ সমাবেশ হবার কথা রয়েছে যেখানে প্রায় চার হাজার মানুষ অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এদিকে নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে নরেন্দ্র মোদিকে রাজনীতি থেকে উত্খাতের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।  গতকাল কলকাতার ধর্মতলায় এক প্রতিবাদ সভা থেকে প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে দেশবাসীর উদ্দেশে বলেন ‘এ দেশের ১২৭ কোটি মানুষ, গেমটা এত সহজ নয়। মোদিকে ভারতবর্ষের রাজনীতি থেকে সরাব। ভারতের রাজনীতি থেকে মোদি বাবু আপনার মতো ডিক্টেটরদের (স্বৈরাচারী) কোনো জায়গা নেই। এটা গণতান্ত্রিক দেশ এটা মাথায় রাখতে হবে’।

সর্বশেষ খবর