মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আলেপ্পোর গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিল সরকারি বাহিনী

সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর পূর্বাঞ্চলীয় সাখুর এলাকার নিয়ন্ত্রণ সরকারি বাহিনী নিয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। সিরিয়ার রাষ্ট্রীয় টিভি ও যুক্তরাজ্যভিত্তিক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস একথা নিশ্চিত করেছে। এই দখলের মাধ্যমে সিরিয়ার আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত ভূখণ্ডের এক-তৃতীয়াংশ হারালো বিদ্রোহীরা। এদিকে সেনাবাহিনীর অভিযানের মুখে বিদ্রোহী-নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পোর বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ পালাচ্ছে। আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সিরীয় সেনাবাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছে। তারা ১৫ নভেম্বর নতুন করে অভিযান শুরু করে। অভিযানের ১৪তম দিনে সেনাবাহিনী এ বড় অগ্রগতি অর্জন করল। বিবিসি

সর্বশেষ খবর