বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিপ্লবীর শেষ বিদায়ে ‘আমরা ফিদেল’

যুক্তরাষ্ট্রের রক্তচোখ উপেক্ষা করে ৫০ বছর কিউবাকে শাসন করেছেন। সেই বিপ্লবী ফিদেল কাস্ত্রো (৯০) গত শুক্রবার পরপারে চলে গেছেন। কিন্তু কিউবানরা কোনোভাবেই ভুলতে পারছেন না তাদের নেতাকে। তাইতো স্থানীয় সময় গত পরশু তার স্মরণানুষ্ঠানে হাজার হাজার জনতা বলছে, ‘ফিদেল দীর্ঘজীবী হোন! আমরা তার কথা শুনতে পাচ্ছি, আমরা তাকে অনুভব করছি, তিনি সবসময় থাকবেন।’ হাভানার রেভ্যুলুশন স্কয়ারে জড়ো হয়ে সোমবার ভোরে এভাবেই স্লোগানে স্লোগানে প্রিয় নেতাকে শেষ বিদায় জানিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, রেভ্যুলুশন স্কয়ারে জড়ো হওয়া অনেকেরই হাতে ছিল ব্যানার, তাতে লেখা, ‘আমরা ফিদেল’। কিউবার ৭৫ বছরের ইতিহাসের কেন্দ্র হয়ে ওঠা রেভ্যুলেশন স্কয়ারে দীর্ঘ উদ্দীপনাময়ী অনেক বক্তৃতা দিয়েছেন বিপ্লবের ‘কমান্দান্তে’ ফিদেল, সেই স্থানটিতেই তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভোর ৪টা থেকে জড়ো হতে শুরু করে মানুষ। এএফপি।

সর্বশেষ খবর