শিরোনাম
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

হাভানায় ফিদেলকে বিশ্ব নেতাদের সম্মান

হাভানায় ফিদেলকে বিশ্ব নেতাদের সম্মান

কিউবার প্রয়াত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর সম্মানে রাজধানী হাভানার রেভ্যুলুশন স্কয়ারে লাখো মানুষের উপস্থিতিতে একটি বিশাল স্মরণানুষ্ঠান হয়েছে। মঙ্গলবারের এই স্মরণানুষ্ঠানে ফিদেলের ছোট ভাই কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রেখেছেন। লাতিন আমেরিকার বামপন্থি সব নেতাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি গ্রিসের বামপন্থি প্রধানমন্ত্রী অ্যালেক্সি সিপ্রাস এবং আফ্রিকার নেতা রবার্ট মুগাবে ও জ্যাকব জুমা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে মেক্সিকো, ইকুয়েডর, বলিভিয়া, ভেনেজুয়েলা, পানামার প্রেসিডেন্টরাও উপস্থিত ছিলেন। নিজ বক্তৃতায় ভাই ফিদেলকে ‘নিপীড়িত মানুষের জন্য নিপীড়িত মানুষের’ বিপ্লবের নেতা বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট রাউল। ১৯৫৯ সালে বিপ্লবের মাধ্যমে কিউবার ক্ষমতায় এসেছিলেন  দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। গত শুক্রবার ৯০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। অতিথিরা বলেন, ফিদেল কিউবাকে তার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছিলেন এবং জনস্বাস্থ্য ও শিক্ষাখাতকে বিশ্বমানে পৌঁছে দেওয়ার জন্য তার প্রশংসা করেন। রেভল্যুশন স্কয়ারে অনুষ্ঠান শুরু সময় লাখো জনতা মিলিত কণ্ঠে আওয়াজ তোলে ‘বিপ্লব চিরজীবী হউক!’, ‘ফিদেল! ফিদেল!’। এই রেভল্যুশন স্কয়ারেই ফিদেল কাস্ত্রোর জ্বালাময়ী ভাষণ শুনতে এক সময় তারা জড়ো হতেন। অনুষ্ঠানে জনতার উদ্দেশ্যে ভাষণ দেন গ্রিসের বামপন্থি প্রধানমন্ত্রী সিপ্রাস। নিজ ভাষণে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা স্বাস্থ্য ও শিক্ষায় কিউবার রেকর্ডের প্রশংসা করেন এবং আফ্রিকার  দেশগুলোর জন্য কিউবার অবদানের কথা স্মরণ করেন। ফিদেলের মৃত্যুতে ৯ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কিউবা। তার শেষ ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে শনিবার তার মৃতদেহ দাহ করা হয়। তার  দেহভস্ম একটি শবাধারে করে সারা দেশ ঘুরিয়ে শেষ গন্তব্য সান্তিয়াগো দ্য ক্যুবায় নিয়ে যাওয়া হবে। কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ঘরে রাখা কাস্ত্রোর দেহভস্ম গতকাল থেকেই সান্তিয়াগোর পথে রওয়ানা হয়েছে। এএফপি।

সর্বশেষ খবর