বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্পকে সিআইএ প্রধানের হুঁশিয়ারি

ট্রাম্পকে সিআইএ প্রধানের হুঁশিয়ারি

জন ব্রেনান

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করলে তা ‘বিপর্যয়কর ও বোকামি’ হবে বলে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিআইএ প্রধান জন ব্রেনান ট্রাম্পকে সতর্ক করে জানিয়েছেন, রাশিয়ার প্রতিশ্রুতিগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে। সিরিয়ায় রাশিয়ার কারণে অনেক ভোগান্তি হচ্ছে। চার বছর সিআইএ-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে আগামী জানুয়ারি মাসে বিদায়  নেবেন ব্রেনান।  নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট হলে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করবেন। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সিআইএয়ের প্রধান হিসেবে এই প্রথমবার ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্রেনান এমন কিছু এলাকা বিশেষভাবে উল্লেখ করেছেন, যেখানে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে বুদ্ধিমত্তা ও নিয়মতান্ত্রিকতার সঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- সন্ত্রাসীদের সম্পর্কে কী ভাষা ব্যবহার করা হচ্ছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি এবং সিআইএ-এর কাজ করার নিজস্ব সক্ষমতা। হ্যাকিং ও তথ্য প্রকাশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার প্রভাব বিস্তারের  চেষ্টার পরিপ্রেক্ষিতে ব্রেনান বলেছেন, রাশিয়া এসব করতে চেয়েছিল। তিনি রাশিয়ার গোয়েন্দাদের সঙ্গে কথা বলেছিলেন এবং তাদের সতর্ক করেছিলেন, এ ধরনের কাজের জবাব দেবে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় বেসামরিক মানুষ হত্যার জন্য দেশটির সরকার ও রাশিয়াকে দায়ী করেছেন  ব্রেনান। এ ছাড়া সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধ, অশান্ত মুসলিম বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের  ড্রোন হামলা ও সিআইএ-এর হাতে আটকদের বিষয়ে কথা বলেছেন ব্রেনান। তার পরামর্শ, এসব বিষয়ে বর্তমান সরকারের নীতির আলোকে চলতে পারেন ট্রাম্প।

সর্বশেষ খবর