বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মসুলে তীব্র খাদ্য সংকট!

তীব্র খাদ্য সংকটে ভুগছে ইরাকের মসুলবাসী। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কর্মীরা জানান, গত সপ্তাহে মবিলাইজেশন ফোর্স মসুলের সর্বশেষ সরবরাহ পথ বন্ধ করে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে মসুল শহর পুনর্দখলের লক্ষ্যে ১৭ অক্টোবর থেকে অভিযান পরিচালনা করছে ইরাকের সরকারি বাহিনী, কুর্দি ও শিয়া মিলিশিয়া জোট। মসুল শহরের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক ঘিরে রেখেছে ইরাকি ও কুর্দি বাহিনী এবং পশ্চিম দিক থেকে অগ্রসর হচ্ছে মবিলাইজেশন ফোর্স। মবিলাইজেশন ফোর্স গত সপ্তাহে সিরিয়ার সঙ্গে সংযুক্ত সর্বশেষ সরবরাহ পথ বন্ধ করে দিয়েছে। ফলে এক সপ্তাহে বেড়ে গেছে খাদ্যদ্রব্যের খুচরা দাম। এ পর্যন্ত প্রায় ৭৪ হাজার মসুলবাসী শহর ছেড়ে গেছে, গৃহহীন হয়েছে আরও প্রায় ১০ লাখ। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর