শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

যে কারণেই বিমানটি বিধ্বস্ত হয়

ব্রাজিলের একটি ফুটবল দলের খেলোয়াড়দের বহনকারী বিমানটি তেল ফুরিয়ে যাওয়ার কারণে বিধ্বস্ত হয়েছে বলে মনে করছেন কলম্বিয়ার কর্মকর্তারা। দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণাদি এর পক্ষে জোরালো হচ্ছে বলে তাদের মত। অথচ লামিয়া ফ্লাইট ২৯৩৩ নামে বিমানটির চূড়ান্ত গন্তব্যস্থল মেডেলিনে পৌঁছানোর আগে কলম্বিয়ার রাজধানী বোগোতার একটি বিমানবন্দরে অবতরণ করে রিফুয়েলিং করার কথা ছিল। কিন্তু বিমানটির পাইলট তা না করে সরাসরি গন্তব্যস্থল মেডেলিনের উদ্দেশে চালিয়ে নিয়ে যান। তবে ঘটে উল্টোটা, কারণ মেডেলিনের একটি বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় তেল ফুরিয়ে যাওয়ায় বিমানটি একটি পর্বতময় এলাকায় বিধ্বস্ত হয় বলে সংশ্লিষ্টদের ধারণা। স্থানীয় সময় সোমবার রাতে সংঘটিত এ ঘটনায় বিমানটিতে থাকা ৭৭ জনের মধ্যে ৭১ জন নিহত হন। নিহতদের মধ্যে ব্রাজিলের শাপেকোয়েন্সে ফুটবল ক্লাবের ১৯ খেলোয়াড় রয়েছেন। বিবিসি

সর্বশেষ খবর