শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

গণকবরে পরিণত হচ্ছে

সিরীয় সরকার ও বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘর্ষে আলেপ্পো বৃহৎ এক গণকবরে পরিণত হওয়ার ঝুঁকিতে আছে বলে জানিয়েছে জাতিসংঘ। স্টিফেন ও’ ব্রিয়েন নিরাপত্তা পরিষদের সদস্যদের এ রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধের অনুরোধ করেন। তিনি বলেন, মানবতা রক্ষায় আলেপ্পোয় থাকা বেসামরিক নাগরিকদের রক্ষা করার ব্যবস্থা নেওয়া উচিত। সরকার ও বিদ্রোহীদের পাল্টাপাল্টি হামলায় বোমা বিস্ফোরণ ও গোলাগুলিতে প্রায় ৩৪ জন নিহত হয়েছেন। বিবিসি।

প্রতিবাদ মিছিলে নাজিব

মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর চলমান দমননীতির বিরুদ্ধে আয়োজিত এক মিছিলে যোগ  দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি একথা জানিয়েছেন। আগামী পরশু এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে নির্যাতনের প্রতিবাদে মিয়ানমারে অনূর্ধ্ব-২২ দলের সঙ্গে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচ বাতিল করেছে মালয়েশিয়া।

অগ্নিকাণ্ডে নিহত ১৬

ভারতের তামিলনাড়ুতে আতশবাজির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। গতকাল তিরুচিরাপল্লীতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। কারখানাটিতে বাজির বিপুল উপাদান মজুদ থাকায় ভয়ানক বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। এতে কারখানাটির দুটি তলা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পাঁচ একর জায়গার ওপর কারখানাটিতে প্রায় ২০০ শ্রমিক কাজ করেন। —কলকাতা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর