শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আর নির্বাচন করবেন না ওলাঁদ

আর নির্বাচন করবেন না ওলাঁদ

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন করবেন না। গত বৃহস্পতিবার তিনি এ কথা জানান। বিবিসির খবরে বলা হয়েছে, সমাজতান্ত্রিক নেতা ফ্রাঁসোয়া ওলাঁদ দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলেন। তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে আমি আর প্রার্থী হব না।’

৬২ বছর বয়সী প্রেসিডেন্ট ওলাঁদের জনপ্রিয়তা পড়তির দিকে। আধুনিক ফ্রান্সের ইতিহাসে তিনি প্রথম প্রেসিডেন্ট যিনি দেশটির পরবর্তী নির্বাচনে অংশ নিতে চান না। আগামী বছর অনুষ্ঠেয় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রার্থী ফ্রাঙ্কোয়িস ফিলন অন্যদের চেয়ে এগিয়ে আছেন। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে দেখা গেছে, ডানপন্থি মেরিন লে পাঁ হতে যাচ্ছেন ফিলনের শক্ত প্রতিদ্বন্দ্বী। ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, ‘আসছে মাসগুলোতে আমার দায়িত্ব হলো দেশকে  নেতৃত্ব দিয়ে যাওয়া।’

সর্বশেষ খবর