শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পার্ককে অভিশংসনের লক্ষ্যে ভোটাভুটি আগামী শুক্রবার

পার্ককে অভিশংসনের লক্ষ্যে ভোটাভুটি আগামী শুক্রবার

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চাপে থাকা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে অভিশংসনের মুখোমুখি করাতে একটি প্রস্তাবের ওপর পার্লামেন্টে ভোটাভুটির ব্যাপারে সম্মত হয়েছে দেশটির প্রধান তিনটি বিরোধী দল। আগামী শুক্রবার প্রস্তাবনাটির ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে বলে সিনহুয়া তাদের এক প্রতিবেদনে জানায়। পার্ক গত মঙ্গলবার প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে এ ব্যাপারে যথাযথ উপায় বের করার জন্য দেশটির পার্লামেন্টের ওপর দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তবে পার্কের এমন সিদ্ধান্তকে কেবল কালক্ষেপণ ও ছল আখ্যায়িত করে তাকে দ্রুত ক্ষমতা থেকে সরে যেতে ওইদিনই আহ্বান জানিয়েছিল বিরোধী দলগুলো। পার্ককে ক্ষমতা থেকে সরানোর ব্যাপারে আলোচনা করতেই গতকাল দেশটির প্রধান তিনটি বিরোধী দল মিনজু পার্টি, পিপলস পার্টি ও জাস্টিস পার্টির নেতারা মিলিত হয়েছিলেন। সেখানেই অভিশংসনসংক্রান্ত প্রস্তাবনাটির ভোটাভুটির ব্যাপারে সম্মত হন তারা। ৩০০ আসনবিশিষ্ট ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রস্তাবনাটি পাস করতে কমপক্ষে ৫০ শতাংশের সমর্থন লাগবে। আইএএনএস

সর্বশেষ খবর