সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

লাখো হৃদয়ের ভালোবাসায় ফিদেল

লাখো হৃদয়ের ভালোবাসায় ফিদেল

তিনি মহান বিপ্লবী। স্নায়ুযুদ্ধের সময় মার্কিন রক্তচক্ষুকে উপেক্ষা করে অর্ধ শতাব্দী শাসন করেছেন কিউবাকে। তার সেই জাতিকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন বিশ্বের বুকে। সেই মহাবিপ্লবী ফিদেল কাস্ত্রোকে সমাহিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২৫ নভেম্বর মারা যান তিনি। এরপর ৯ দিনের শোক পালিত হয়েছে। মৃত্যুর পরদিনই তার ইচ্ছা অনুযায়ী তাকে দাহ করা হয়। তারপর তার দেহভস্ম ঘুরেছে দেশজুড়ে। ৯ দিনের শোক পালন শেষে স্থানীয় সময় রবিবার (বাংলাদেশ সময় আজ) তাকে সমাহিত করা হচ্ছে। এরই অংশ হিসেবে স্থানীয় সময় শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর সান্তিয়াগোতে রাষ্ট্রীয় এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে শেষ বিদায় জানিয়েছে লাখো মানুষ। এসব মানুষ তাদের হৃদয় থেকে সবটুকু ভালোবাসা উগড়ে দিয়ে বলেছেন, ‘ফিদেল তোমার মৃত্যু নেই। কারণ আমিই ফিদেল।’ অনুষ্ঠানের নেতৃত্ব দেন ফিদেলের ছোট ভাই দেশটির বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। অনুষ্ঠানে স্থানীয় নেতা ছাড়াও ভেনেজুয়েলা, ব্রাজিল, নিকারাগুয়া ও বলিভিয়ার নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা ও দিলমা রৌসেফ। এর আগে স্থানীয় সময় শনিবার ভস্মাধার বহনকারী শকট তার জন্মশহর সান্তিয়াগো দে কুবায় পৌঁছায়। সেখানেই এক পারিবারিক অনুষ্ঠানে তার দেহভস্ম সান্তা ইফিজেনিয়া নামে একটি সমাধিস্থানে রাখা হবে। কিউবার উনিশ শতকের স্বাধীনতা আন্দোলনের বীর হোসে মার্তিও এই কবরস্থানে চির শয্যায় শায়িত আছেন। এদিকে ফিদেলের শেষ বিদায় অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রাউল ফিদেলের নেতৃত্বাধীন বিপ্লবের লক্ষ্য ও সমাজতান্ত্রিক নীতির প্রতি অটল থাকার প্রতিশ্রুতি দেন। প্রয়াত এ নেতার অনুরোধের প্রতি সম্মান জানিয়ে কিউবার কোনো স্মৃতিস্তম্ভ বা সড়কের নামকরণ ফিদেল কাস্ত্রোর নামে করা হবে না বলে ঘোষণা করেন তিনি। বিবিসি

সর্বশেষ খবর