সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাকিস্তানকে একচোট আফগানিস্তানের

কলকাতা প্রতিনিধি

ভারতের অমৃতসরে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘হার্ট অব এশিয়া’ সম্মেলন। সেই সম্মেলনের মঞ্চ থেকে নাম না করে সন্ত্রাস প্রসঙ্গে পাকিস্তানের দিকে তীর ছুড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে  সম্মেলনে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি কোনো রাগঢাক করলেন না। তিনি পাকিস্তানের প্রতিনিধি সরতাজ আজিজকে নাম ধরে সম্বোধন করে পরামর্শ দেন, আফগানিস্তানকে অর্থসাহায্য দিতে হবে না, সে টাকা সন্ত্রাসবাদবিরোধী অভিযানে খরচ করুন।

তালেবান জঙ্গিদের হামলায় পুরো  জর্জরিত আফগানিস্তান। দেশটির অভিযোগ, পাকিস্তানে ঘাঁটি গেড়ে তালেবানরা আফগানিস্তানে ক্রমাগত নাশকতা চালাচ্ছে। ঘানির অভিযোগ পাকিস্তানের সেনাবাহিনী আমেরিকার চাপে কয়েক বছর আগে  তেহরিক-এ-তালেবান অর্থাৎ পাকিস্তানি তালেবানদের বিরুদ্ধে অভিযান চালালেও, আফগান তালেবানদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ফলে পাক ভূখণ্ডকে আফগান তালেবানরা নিরাপদ আশ্রয়ই মনে করছে। প্রেসিডেন্ট ঘানি গতকাল অমৃতসরে এ বিষয়টি নিয়ে ফের পাকিস্তানকে  সতর্ক করলেন।

সর্বশেষ খবর