সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

বিড়ালের পদোন্নতি

বিড়ালের পদোন্নতি

আমরা সাধারণত মানুষের পদোন্নতি পাওয়ার খবর শুনি। এবার খবর হয়েছে ভিন্ন। পদোন্নতি দেওয়া হয়েছে এক চাকরিজীবী বিড়ালকে। কয়েক বছর ধরেই যুক্তরাজ্যের হাডার্সফিল্ড শহরের একটি রেলস্টেশনে ইঁদুর ধরার কাজে নিয়োজিত ছিল ফেলিক্স নামের সাদাকালো বিড়ালটি। কর্মদক্ষতার কারণেই তার এই পদোন্নতি। এই কয়েক বছরে স্টেশনের সব স্টাফ এবং যাত্রীদের ভালোবাসাও অর্জন করেছে ফেলিক্স। পদোন্নতি দিয়ে তাকে ওয়েস্ট ইয়র্কশায়ার স্টেশনের সিনিয়র পেট কন্ট্রোলার বানানো হয়েছে। পাঁচ বছর ধরে এই স্টেশনে অত্যন্ত দক্ষতার সঙ্গে টহল দিয়ে আসছে বিড়ালটি। পদোন্নতির ফলে ফেলিক্সের গায়ে উঠবে নতুন জ্যাকেট এবং নামফলক। প্রথম ৯ সপ্তাহ বয়সে ফেলিক্স হাডার্সফিল্ডের রেল স্টেশনে যোগদান করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর