মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

তাইওয়ান প্রশ্নে চীনকে একহাত নিলেন ট্রাম্প

বেইজিংয়ের নীতি ও কর্মসূচির সমালোচনা

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নীতি ভঙ্গ করে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের ঘটনায় চীন প্রতিবাদ জানিয়েছিল। এরই প্রতিক্রিয়ায় এবার দেশটিকে একহাত নিলেন ট্রাম্প। নিজের টুইটার অ্যাকাউন্টে চীনের সমালোচনা করে একাধিক পোস্ট করেন তিনি। টুইটে ট্রাম্প দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিংয়ের নীতি ও কর্মসূচিগুলোর সমালোচনা করেন। টুইটে ট্রাম্প বলেন, ‘চীন যদি তাদের মুদ্রার মান কমানো কিংবা দক্ষিণ চীন সাগরে বড় ধরনের সামরিক স্থাপনা বানাতে চায়। এসব বিষয়ে আমাদের সম্মতি আছে কিনা তখন যদি জানতে চাওয়া হয় তাহলে আমার মনে হয় উত্তর না বোধক হবে।’ গত শুক্রবার ১৯৭৯ সাল থেকে চলে আসা মার্কিন নীতি লঙ্ঘন করে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে ফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। ‘এক চীন নীতি’র প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র ১৯৭৯ সালে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তবে মার্কিন প্রশাসন তাইওয়ানের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে সম্পর্ক বজায় রেখেছে। ফোনালাপের ব্যাপারে ট্রাম্পের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কমিটির পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন ট্রাম্প ও ইং ওয়েন। এদিকে, ‘চায়না ডেইলি’তে প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয়, ‘এটা আদতে তার (ট্রাম্পের) অন্তর্বর্তী দলের অনভিজ্ঞতা ছাড়া আর কিছুই নয়।’ এর আগে চীনা পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্প-ওয়েনের ফোনালাপকে তাইওয়ানের তরফে ‘পাতি কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেন।  বিবিসি।

সর্বশেষ খবর