মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

এবার টাইটানিক বানাচ্ছে চীন

এবার টাইটানিক বানাচ্ছে চীন

দেড় হাজার যাত্রী নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ‘টাইটানিক’ সমুদ্রে ডুবেছিল ১০৪ বছর আগে ১৯১২ সালে। তার পর থেকেই সেটি ইতিহাস। সে ঘটনা নিয়ে দুটি ব্যবসাসফল সিনেমা পৃথিবী মাত করে। সেই টাইটানিকই আবার বানাচ্ছে চীন। টাইটানিকের আদলে জাহাজটি বানানো হচ্ছে চীনের সিচুয়ান প্রদেশে। তবে এ জাহাজ যাত্রী বহন করবে না। পর্যটক আকর্ষণে অভিনব এ উদ্যোগ বলে জানিয়েছেন নতুন টাইটানিক নির্মাণ সংস্থা উচাং শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি গ্রুপের জেনারেল ম্যানেজার ওয়াং ওয়েলিং। আসল টাইটানিকের মতোই দেখতে হবে এ জাহাজ। ৮৮৩ ফুট লম্বা ও ৯২ ফুট চওড়া এই জাহাজের ভিতরে থাকবে সুইমিং-পুল, থিয়েটার, খেলার মাঠ, প্রথম শ্রেণির কেবিন। তবে আসল টাইটানিকে যা ছিল না, টেকনোলজির দৌলতে নকল জাহাজে থাকবে সেই ওয়াইফাইয়ের ব্যবস্থা। ইতিমধ্যে জাহাজ তৈরির কাজ শুরু হয়েছে। আসল ডিজাইনের ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে নতুন এ জাহাজ। আমেরিকা ও ব্রিটেন থেকে আনা হয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার। গোটা প্রকল্পে খরচ হবে প্রায় ১৫ কোটি মার্কিন ডলার।

সর্বশেষ খবর