মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আলেপ্পোর কবরস্থানে জায়গা নেই, রাস্তায় পচছে লাশ

নির্মম যুদ্ধের শিকার এক সময়ের বনেদি রাষ্ট্র সিরিয়া। সেখানে ক্ষমতা দখলের লড়াইয়ে প্রতিদিন মারা যাচ্ছে শত শত মানুষ। আর সিরিয়ার আলেপ্পোয়ে এখন লাশের স্তূপ। সাম্প্রতিক সময়ের লড়াইয়ে অঘোরে মরছে মানুষ। লাশে পূর্ণ হয়ে গেছে সব কবরস্থান। কিন্তু মৃত্যু থেমে নেই। এখন রাস্তার উপর বিক্ষিপ্তভাবে পড়ে আছে মৃতদেহ। পচে গন্ধ বের হচ্ছে কিন্তু সৎকার করার লোক নেই। নেই কবর দেওয়ার জায়গাও।

আলেপ্পোর এমনই এক চিত্র ফুটিয়ে তুলেছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে লেবাননের রাজধানী  বৈরুত থেকে সাংবাদিক সারাহ এড ডিব লিখেছেন, পুরনো আলেপ্পোর কবরখানা এক বছর আগেই পূর্ণ হয়ে  গেছে। নতুন কবরস্থান ভরে  গেছে গত সপ্তাহে। এখন  সেখানকার রাস্তায় রাস্তায় পড়ে আছে মরদেহ। বাড়ির পিছনে  কেউবা তার স্বজনকে দাফন করেছেন। মর্গ উপচে পড়ছে লাশে। এ অবস্থায়ও সরকারি  সেনারা বিরোধীদের দখলে থাকা পূর্ব আলেপ্পোতে অভিযান চালাচ্ছে। বেসামরিক মানুষের উপর চলছে গোলা নিক্ষেপ। সেখানে আরও মানুষের মৃত্যু হবে। সেসব লাশ দাফন করার মতো কোনো জায়গা নেই বলে জানাচ্ছেন সেখানের চিকিৎসাসেবায় নিয়োজিত মেডিকেল অফিসাররা। আর হাসপাতালগুলো থেকে বলা হচ্ছে, সব মর্গই লাশে পরিপূর্ণ। লাশ রাখার মতো আমাদের আর কোনো স্থান নেই। উল্লেখ্য, দুসপ্তাহ ধরে ওই এলাকায় বোমা হামলা চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৩১০ জন। এর মধ্যে শিশু ৪২ জন। ২২০ জন বিরোধীযোদ্ধা।

সর্বশেষ খবর