মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

সংবিধান সংশোধন প্রশ্নে গণভোটে শোচনীয় হারের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। প্রধানমন্ত্রী রেনজি নিজেই সংবিধান সংশোধনের লক্ষ্যে নিজের প্রস্তাবনার ব্যাপারে গণভোটে দেশটির জনগণের মতামত জানতে চেয়েছিলেন। এতে তার প্রস্তাবনার পক্ষে ৪০ শতাংশ আর বিপক্ষে ৬০ শতাংশ ভোট পড়ে। গণভোটে ভোটার উপস্থিতি ছিল ৭০ শতাংশ। পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ভূমিকা এবং আঞ্চলিক কর্তৃপক্ষের ক্ষমতা কমিয়ে আনতে রবিবার দেশটিতে এই গণভোট হয়। দেশটির সব বিরোধী দলই সংবিধান সংশোধনের বিপক্ষে ছিল। গণভোটে পরাজয়ের পর স্থানীয় সময় রবিবার রাতে এক সংবাদ সম্মেলনে রেনজি বলেন, ‘আমাদের সবার জন্য শুভকামনা।’ গতকাল সরকারের মন্ত্রিসভাকে পদত্যাগের বিষয়টি জানানোর কথা রয়েছে রেনজির। বিবিসি, রয়টার্স

সর্বশেষ খবর