বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের ভুয়া দূতাবাস!

যুক্তরাষ্ট্রের ভুয়া দূতাবাস!

সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, প্রকাশ্য ভবনে যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলা হয়েছে ঘানার রাজধানী একরা সিটিতে। অফিসের সামনে উড়ছে যুক্তরাষ্ট্রের পতাকা। ভিতরে প্রেসিডেন্ট বারাক ওবামার বিরাট একটি ছবিও রয়েছে। সেই অফিস থেকে যুক্তরাষ্ট্রের ভিসা করা হচ্ছে দশ বছরের অধিক সময় ধরে। আর এজন্য ফি নেওয়া হয় ৬ হাজার ডলার করে। যদিও সেসব ভিসায় কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পেরেছেন কিনা— সেটি নিশ্চিত হতে পারেনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এনআরবি নিউজের। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত নভেম্বরে ভুয়া দূতাবাসের সংবাদ ৫ ডিসেম্বর মার্কিন মিডিয়ায় এলো। একই সিটিতে মার্কিন দূতাবাস থাকা সত্ত্বেও ভুয়া দূতাবাস কীভাবে ১০ বছর ধরে লোকজনের সঙ্গে প্রতারণা করছে সেটাই বিস্ময়ের ব্যাপার। এই ভুয়া দূতাবাসের কনসাল অফিসার ছিলেন তুরস্কের নাগরিক এবং তিনি ইংরেজি ও ডাচ ভাষায় অনর্গল কথা বলতে পারেন। যুক্তরাষ্ট্রেরই শুধু নয়, ওরা একই সিটিতে নেদারল্যান্ডসেরও ভুয়া দূতাবাস পরিচালনা করেছেন। এনআরবি নিউজ

সর্বশেষ খবর