বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ক্যাজিনিউভ ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

ক্যাজিনিউভ ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বার্নার্ড ক্যাজিনিউভের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। গতকাল প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস পদত্যাগের পর ক্যাজিনিউভের নাম ঘোষণা করা হয়। ক্যাজিনিউভ ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ম্যানুয়েল ভালস প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আগামী বছর মে মাসে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ক্যাজিনিউভ। নতুন প্রধানমন্ত্রী শিগগিরই তিনি মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন। তবে নির্বাচনের  আগে মাত্র পাঁচমাস সময় পাচ্ছে ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দল। এই স্বল্প সময়ের জন্য মন্ত্রিসভায় বড় ধরনের কোনো রদবদল হবে না বলেই আশা করা হচ্ছে। ৫৩ বছরের ক্যাজিনিউভ ওঁলাদের বিশ্বস্ত সৈনিক হিসেবে পরিচিত। অর্থনৈতিক কেলেঙ্কারির জের ধরে ২০১২ সালে অর্থমন্ত্রী জেরম সাহুজ্যাককে পদত্যাগে বাধ্য করা হলে তার স্থলাভিষিক্ত করা হয় ক্যাজিনিউভকে। বিবিসি।

সর্বশেষ খবর