বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
গুপ্তচরবৃত্তির অভিযোগ

সৌদি আরবে ১৫ শিয়ার মৃত্যুদণ্ড

ইরানের হয়ে গোয়েন্দাগিরির অভিযোগে ১৫ শিয়া মুসলিমকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরবের একটি আদালত। গতকাল  মৃত্যুদণ্ডের ওই রায় দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির  রাষ্ট্রীয় টেলিভিশন আল আরাবিয়া। গোয়েন্দাগিরির অভিযোগে ২০১৩ সালে ৩২ জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে ৩০ জনই সৌদি শিয়া সম্প্র্রদায়ের নাগরিক। বাকি দুজনের একজন ইরানি নাগরিক এবং অপরজন আফগান। গত ফেব্রুয়ারিতে তাদের বিচার কাজ শুরু হয়। রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর আরাবিয়ার প্রতিবেদন অনুসারে, আসামিদের বিরুদ্ধে ইরানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগসাজশ করে গুপ্তচরবৃত্তি এবং সৌদি আরবের সেনাবাহিনী সংক্রান্ত স্পর্শকাতর তথ্য ইরানের কাছে পাচারের অভিযোগ আনা হয়েছিল। বিবিসি।

সর্বশেষ খবর