বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

নওয়াজ-বাজওয়া বৈঠক

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সোমবার বৈঠক করেছেন দেশটির নতুন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। প্রধানমন্ত্রীর দফতর থেকে দেওয়া বিবৃতির বরাতে বার্তা সংস্থা পিটিআই জানায়, নওয়াজ শরিফের বাসভবনে তার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক হয়। বিবৃতিতে আরও জানানো হয়, জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত পেশাদার বিষয়  বৈঠকে আলোচিত হয়েছে। তবে সূত্রে জানানো হয়, নিয়ন্ত্রণরেখার (এলওসি) সর্বশেষ নিরাপত্তা-পরিস্থিতি সম্পর্কে নওয়াজকে জানান বাজওয়া।

ইসরায়েল বিপজ্জনক...

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সম্প্র্রতি করা একটি মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। তিনি বলেছেন, দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে ইসরায়েল। রবিবার ব্রুকিংস ইন্সটিটিউটের বার্ষিক সাবান ফোরামের বৈঠকে তিনি ওই মন্তব্য করেন। কেরির মতে, ফিলিস্তিনের প্রতি নেওয়া গৃহীত নীতিই ইহুদি এ রাষ্ট্রটিকে বিপজ্জনক স্থানে পরিণত করে তুলেছে। কেরি আরও বলেন, ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে দীর্ঘসময় ধরে স্থির হয়ে থাকা শান্তি প্রক্রিয়া ‘আরও খারাপে’র দিকে যাচ্ছে। অনলাইন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর